ভুমিকা

কওমী মাদরাসা হচ্ছে খালেছ দীনী শিক্ষার কেন্দ্র। কওমী মাদরাসা বলতে ঐসব দীনী শিক্ষাপ্রতিষ্ঠানকে বুঝায়, যেগুলো প্রথমত মদীনার সুফফা, দ্বিতীয়ত দারুল উলূম দেওবন্দের আদর্শ অনুসরণে প্রতিষ্ঠিত ও পরিচালিত। কোরআন-সুন্নাহর বিশুদ্ধ পঠন-পাঠন ও সুন্নাহ মুতাবিক আমলের দীক্ষা প্রদানই কওমী মাদরাসার মূল ব্রত। এদেশের সুপ্রসিদ্ধ ও সুপ্রতিষ্ঠিত কওমী মাদরাসাসমূহের একটি হচ্ছে আমাদের জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকা। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৮৪ খৃস্টাব্দে। বিশিষ্ট দানবীর হাজী আহসান উল্লাহ সাহেব-এর ওয়াকফকৃত দুই বিঘা জায়গার উপর এটি প্রতিষ্ঠিত। এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উপমহাদেশের প্রতিথযশা বুযুর্গ হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুযুর রহ.-এর মুবারক হাতে। প্রতিষ্ঠার পর থেকেই উত্তরোত্তর এর সমৃদ্ধি ও সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। দেশের প্রায় সব জেলা থেকেই ইলমপিপাসু শিক্ষার্থীরা এখানে ছুটে আসে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাসমাপণকারী হাফেয-আলেমগণ সারাদেশে যেমন ছড়িয়ে আছে, তেমনি দেশের বাইরেও বিভিন্ন দীনী খেদমতে নিয়োজিত আছে অনেকে।